বাসায় বসে অনলাইনে বাসের টিকেট কাটুন shohoz.com থেকে

অনলাইনে টিকেট কাটা আজকালকার যুগে খুব সহজ ব্যাপার ঠিক shohoz.com এর মতই। কিন্তু অনেকেই সেই নিয়ম টা জানেন না। জ্বি তাদের জন্যই এই লেখা। 

বাসায় বসে অনলাইনে বাসের টিকেট কাটার একটা সুবিধা হচ্ছে এখানে ইচ্ছামত সিট পছন্দ করে নেওয় যায়, কাউন্টারে যাওয়া লাগে না টিকেট কাটতে। ঘরে বসে দেখা যায় কোন বাসের কি কি এবং কতগুলো সিট খালি আছে।  এছাড়া দেখা যায় বিভিন্ন বাসের কাউন্টারে ফোন দিলে ফোন রিসিভ করতে চায় না। নানান তাল বাহানা করে। তাদের জন্য একেবারে পারফেক্ট সমাধান হলো আজেকের টিউন। এখন আপনি নিজেই নিজের টিকেট কাটতে পারবেন। এবং তারজন্য কাউন্টারে ফোন দেয়ার প্রঅেয়জন নেই। আপনি সহজেই ঘরে বসে টিকেট কাটতে পারবেন। তারজন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইমেল একাউন্ট প্রয়োজন হবে। কারন বাসের টিকিটে আপনার ইমেলে পৌছে যাবে। অতএব ইমেল একাউন্ট না থাকলে বা ইমেল একাউন্ট ভুল হলে সমস্যা। 

যাই হোক আপনাদের সর্ব প্রথমে shohoz.com এ একটা একাউন্ট খুলে নিতে হবে। মানে একাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর আপনারা নিচের মত চিত্র দেখতে পারবেন। 



From মানে যেখান থেকে আপনি বাসে উঠবেন। এবং To মানে যেখানে আপনি গিয়ে নামবেন। এরপর যেদিন এর টিকেট কাটবেন মানে বাসে যেদিন উঠবেন সেটা ডেট দিবেন। এবং রিটার্ন অংশটুকু খালি রাখবেন। এরপর সার্চ বাস দিলে যতগুলো বাস আছে সবগুলোই আপনার সামনে আসবে। সেখান থেকে বাস সিলেক্ট করে আপনি যে সিট টি পছন্দ করতে চান তা সিলেক্ট করবেন। যদি বুঝতে না পারেন তাহলে নিচের চিত্র দেখতে পারেন:


বোর্ডিয় পয়েন্ট সিলেক্ট সিলেক্ট করে Countine বাটন এ ক্লিক করুন। আশাকরি বুঝতে পারবেন। পরের পেজে পেমেন্ট সেকশন আসবে সেখানে পেমেন্ট করবেন। এরপরের অংশ যদি সরাসরি দেখতে চান তাহলে নিচের ভিডিও টি আপনাকে দেখতে হবে নাহলে বুঝতে পারবেন না। বিশেষ করে যারা নতুন তাদের জন্য ভিডিও টি দেখা প্রয়োজন। কারন আমি ভিডিওতে সরাসরি একটা টিকেট কেটে দেখিয়েছি। এবং কিভাবে ফোন দিয়ে টিকেট কাটবেন সেজনও আমি মোবাইলে টিকেট কেটে দেখিয়েছি। যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আসলে বর্তমানে বাসের টিকেট কাটার সব মানুষই ফোন ব্যাবহার কারি। সবার ত আর কম্পিউটার নাই। সেজন্য সবার কথা চিন্তা করে আমি মোবাইল টিউটোরিয়াল তৈরি করেছি। যেন সবার বুঝতে সুবিধা হয়। আর আপনারা অব্যশই বিকাশে টাকা রাখবেন। যদি বিকাশ থেকে পেমেন্ট করতে চান। কারন এখানে আপনাকে এডভান্স পেমেন্ট ই করতে হবে। 

এবং আপনি অনলাইন থেকে যেই টিকেট টা কাটবেন সেটা অবশ্যই পিডিএফ কপিটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিবেন। সফট কপি দেখালে হবে না। বাসের স্টাফকে অবশ্যই প্রিন্টেড কপি দেখাতে হবে। সেজণ্য প্রিন্ট করতে হবে। 

ত আপনাদের জন্য ভিডিও টি নিচে দিয়ে দিলাম আপনারা ভিডিওট শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশাকরি। এতে করে অনেক বিষয় জানতে পারবেন। অনেকে ভিডিও টেনে টেনে দেখেন। টেনে টেন ভিডিও দেখলে গুরুত্বপূর্ন যে কোনা বিষয় মিস করতে পারেন। এতে করে পরবর্তীতে ঝামেলাতে পড়তে পারেন। সেজন্য অবশ্যই ভিডিও টি সম্পূর্ন দেখবেন। অবশ্যই চ্যানেল টি সাবক্রাইব করতে ভুলবেন না।

ভিডিও  লিংক: https://www.youtube.com/watch?v=dWjQiaocxnU



Post a Comment

0 Comments