কি অবস্থা সবার? আশাকরি সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। আমরা সবাই কম বেশি কম্পিউটার চালাই। কেউ ডেক্সটপ আবার কেউ ল্যাপটপ চালাই। প্রথম প্রথম চালাতে আমাদের বেশ ভালোই লাগে। কিন্তু সমস্যা তখনই হয় যখন দেখেন সাধের কম্পিউটার টা স্লো হয়ে যাচ্ছে। আপনি কি জানেন আপনার কম্পিউটার স্লো হওয়ার জন্য আপনি নিজেই দ্বায়ী। তবে এবার ইনশাল্লাহ কম্পিউটার স্লো সমস্যার সমাধান হবেই। 100% গ্যারান্টি ।
তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, কি কি কারনে কম্পিউটার স্লো হয়:
১: হার্ডওয়ার সমস্যার কারনে
২: সফটওয়ার সমস্যার কারনে
প্রথম আমরা হার্ডওয়ার সমস্যার সমাধান জানবো,
আপনার কম্পিউটার টি যদি ডেক্সটপ কম্পিউটার হয় তাহলে অবশ্যই CPU টি দেখে থাকবেন। যেটার ভিতরে Hard Disk, RAM, Processor, Motherboard, Power Supply এছাড়াও অন্যন্য পাটর্স আছে। ল্যাপটপ হলে বাইরে থেকে দেখা যায় না। প্রতিটি পার্টস এর ই একটা কর্মক্ষমতা থাকে। যেমন প্রসেসর যা সকল কার্য সম্পাদন করে। পাশাপাশি RAM সহায়ক হিসেবে কাজ করে। এবং প্রসেসর এবং RAM কাজ করে হার্ড ডিষ্ক থেকে তথ্য উপাত্ত নিয়ে। এখন যদি কোন পার্টস এর কর্ম ক্ষমতা কম থাকে তাহলে কম্পিউটার স্লো হবে। যেমন আপনার RAM যদি 4 GB হয় , কিন্তু হার্ড ডিষ্ক SSD, Processor Core i9 তারপরেও আপনি কম্পিউটার স্লো পাবেন। কারন র্যাম মাত্র ৪ জিবি। তেমনি র্যাম ৮ জিবি হলেও হার্ড ডিষ্ক HDD, প্রসেসর Core i9 তাও স্লো পাবেন কারন HDD হার্ড ডিষ্ক স্লো।
চেষ্টা করবেন উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে হাই কনফিগারেশন এর পিসি কেনার। তাহলে ভবিষ্যতে সফটওয়ার আপডেট আসলেও পিসি স্লো হবে না।
ত চলুন এবার সফটয়ার সমস্যার সমাধান জানি,
আপনার হার্ডওয়ার অনেক উন্নত হলেও আপনার কম্পিউার এর অনেক স্লো হতে পারে। এর কারন হচ্ছে সফটওয়ার । যারা উইন্ডোস অপারেটিং সিস্টেম ব্যাবহার করেন। তারা হয়ত ভালোভাবেই জানেন যে উইন্ডোসের আপডেট আসে প্রায় প্রায়। এবং খেয়াল করবেন উইন্ডোস আপডেট দিলে কম্পিউটার কিছুটা স্লো হয়ে যায়। যারা HDD ব্যাবহার করেন তারা বেশি বুঝতে পারবেন কিন্তু যারা SSD ব্যাবহার করেন তারা অতটা খেয়াল নাও করতে পারেন। এর কারন হলো আপনি যখন উইন্ডোস আপডেট দেন তখন নতুন ফাইল কম্পিউটারে ইন্সটল হয়। [ইমন ইনফরমেশনে ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ] কিন্তু ভেবে দেখেছেন , পুরোনো ফাইল গুলো কি হয়। মানে পুরোনো উইন্ডোস ফাইল কোথায় যায়! এটা আপনার কম্পিউটারের C Drive এ এর ভেতরে Windows . old নামে সেভ হয়ে থাকে। সোজা কথায় চিন্তা করুন আপনার এক কম্পিউটারে ২ টা উইন্ডোস থাকলে কম্পিউটার স্লো হবে না? থিক তেমনি স্লো হয়। সেজন্য আমাদের ম্যানুয়ালি পুরোনো উইন্ডোস কে আপডেটের পর রিমুভ করতে হয়।
অনেকেই এই পুরোনো উইন্ডোস ফাইল রিমুভ করে না ফলে হার্ডডিষ্ক ভারি হয়ে স্লো হয় কম্পিউটার।
এটা সমাধানের একটা উপায় আছে। প্রথমে Start মেনুতে ক্লিক করে Settings এ ক্লিক করবেন তারপর
নিচের পিকচার ফলো করুন :
সাউডে সব অপশন গুলোতে চেকমার্ক দিবেন শুধু Download ফোল্ডার বাদে। এবার রিমুভ এ ক্লিক করার পর কিছুক্ষন অপেক্ষা করবেন । যদি Windows Update Cleanup অপশন শো করে তাহলে দেরি হবে। কারন এত ফাইল ক্লিন হবে। দেরি ত একটু করতেই হবে। অনেকের ১০-২০ মিনিটও লাগতে পারে। এটা ক্লিন হলে কম্পিউটার অফ করে অন করবেন। দেখবেন অনেকটা ফাষ্ট লাগবে এবার।
এরপরবর্তিতে আপনার একটা ছোট্ট কাজ করতে হবে। ইন্টারনেট থেকে CCleaner সফটওয়ারটি ডাউনলোড করবেন। তারপর ইন্সটল করে নিচের মত ক্লিন করবেন।
এখানে Run Cleanner এ ক্লিক করে ক্লিন করবেন। এরপর নিচের মত রেজিষ্ট্রি ক্লিন করবেন।
Fix সিলেক্টড Issuড তে ক্লিক করে রেজিষ্ট্রি গুলো ক্লিনআপ করতে হবে। রেজিষি।ট্র ব্যাকাপ লেখা আসলে NO তে ক্লিক করবেন। ব্যাস এবার কম্পিউটার একবার অফ করে অন করবেন। এরপর শেষের আরেকটি ধাপ আমাদের বাকি আছে সেটা হলো My Computer অর্থাত This PC তে ক্লিক করে C Drive সিলেক্ট করে Properties ক্লিক করে তারপর আবার C Drive কে সিলেক্ট করে Optimize এ ক্লিক করুন। নিচের চিত্র দেখতে পারেন
৩০ মিনিট সময় নিতে পারে অপটিমাইজ হতে। এরপর একবার কম্পিউটার অফ করে অন করবেন। দেখবেন পাংখা স্পিডে আপনার কম্পিউটার চলবে। আগের থেকে স্পিড অনেক ফাষ্ট হবে। যেটা চোখে দেখার মত। বিস্বাস না হলে চেষ্টা করে দেখুন।
যারা আর্টিকেল টি দেখে বুঝতে পারছেন না বা বুঝতে অসুবিধা হচ্ছে তারা নিচের ভিডিও টি দেখতে পারেন এখানে আরো সহজ পদ্দতিতে আমি উপরের বিষয়গুলি বুঝিয়ে দিয়েছি ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=uOS-C5kto7o
0 Comments