IDM দিয়ে Official Latest Version Windows 10 iso file download করার উপায়



কি অবস্থা সবার? চলে আসলাম নতুন ট্রিক্স নিয়ে। আমরা অনেকেই বিভিন্ন সমস্যার কারনে বা উইন্ডোস নষ্ট হলে গেলে উইন্ডোস দিতে চাই। কিন্তু সমস্যা বাধে তখনই যখন দেখেন উইন্ডোস ফাইল কোথা থেকে ডাউনলোড করবেন। অনলাইনে শত শত সাইটে উইন্ডোস ডাউনলোড করার সুযোগ থাকে। কিন্তু কোনটা আপডেটেড ভারশন সেটা বোঝার উপায় নাই। আর প্রতিনিয়ত অপারেটিং সিস্টেমের ত্রুটি আপডেট হচ্ছে। এবং এসকল আপডেট গুলি আপনার কম্পিউটার এর নিরাপত্তা গুলো মজবুত করে। সকলের উচিত আপেডেটেড উইন্ডোস ওএস ব্যাবহার করার। 

ত আজকে কথা বলবো উইন্ডোস ১০ এর অফিসিয়াল লেটেষ্ট ভারশন ডাউনলোড করার নিয়ম নিয়ে।
২টি নিয়মে আসলে Official Latest Version Windows 10 iso file download  করা যায়। 

১: Microsoft এর নিজস্ব Windows ডাউনলোড সফটওয়ার Media Creation Tool দিয়ে।
২: Internet Download Manager (IDM) দিয়ে।

এখন আসি দুইটার সুবিধা অসুবিধা নিয়ে। কোনটা বেশি ভালো সেটা যাচাই বাছাইতে যাবো আমরা। তবে যেই পদ্দতিতেই ডাউনলোড করুন না কেন। আপনাকে মাইক্রোসফট এর অফিসিয়াল এই লিংক টা থেকেই ডাউনলোড করতে হবে। তাই আগে লিংক টা দিয়ে রাখলাম: https://www.microsoft.com/en-us/software-download/windows10  এখানে সবসময় লেটেষ্টে ভারশনের আপডেট পাবেন। এবং এটাই একমাত্র ডাউনলোড করার লিংক।

এবার আসি কোন পদ্ধতিতে ডাউনলোড করা ভালো হবে। ২টার পার্থক্য। 

১:
অসুবিধ:  প্রথম টাতে যেটাতে Media Creation Tool দিয়ে ডাউনলোড করার কথা উল্লেখ করেছি সেটাতে অনেকেই ডাউনলোড করতে স্বাচ্ছন্ধ বোধ করেন না। কারন কারেন্ট/বিদ্যুত চলে গেলে ডাউনলোড নষ্ট হয়ে যায়। এবং ডাউনলোড অর্ধেক করে রেখে দেওয়া যায় না। অর্থাত ডাউনলোড পুশ করে রেখে দেয়া যায় না। ডাউনলোড স্পিড স্লো থাকে। অনেক সময় সফটওয়ার টি চালু হয় না। হ্যাং করে । নানান সমস্যা দেখা দেয়। যার কারনে অনেকেউ এটা দিয়ে উইন্ডোস ডাউনলোড করতে চান না। 

সুবিধা: এটাতে সবসময় ই লেটেষ্ট ভারশন টির সর্বশেষ আপডেট ডাউনলোড হয়। এবং এর আরেকটি সুবিধা হলো এটাতে আপনার কম্পিউটার কোন আর্কিটেকচারে এবং বিটে তৈরি সেটা AI চিহ্নিত করে আপনার জন্য যে ড্রাইভার এবং ভাষা ্রপ্রয়োজন সেটা অটোমেটিক সিলেক্ট করে আপনাকে আপনার জন্য পারফেক্ট উইন্ডোস ফাইল টি রেডি করে । এরপর ডাউনলোড প্রসেস শুরু করে। এ পদ্ধতিটি হচ্ছে সব থেকে বেশি নিরাপদ। একজন হবু কম্পিউটার ইঞ্জনিয়ার হিসেবে আমি এই পদ্ধতিটিই আপনাকে সাজেষ্ট করবো। নতুনত্ব এবং নিরাপত্তার কথা চিন্তা করলে এই সিস্টেমে ডাউনলোড করা ভালো হবে।

২:  
সুবিধা : এ পদ্ধতিতে আপনি সহজে ডাউনলোড করতে পারবেন। এবং আইডিএম দিয়ে ডাউনলোড করার জন্য ডাউনলোড পজ করে রেখে দিতে পারবেন। ফলে পরবর্তিতে সময় অনুয়ায়ী ডাউনলোড করতে পারবেন। এতে কারেন্ট চলে গেলেও আপনি সহজে পরেরবার কারেন্ট আসলেও পুনরায় ডাউনলোড শুরু করতে পারবেন। যেটা অন্য প্রগ্রাম দ্বারা সম্ভব না। এছাড়া আইডিএমএ ডাউনলোড স্পিড দেখা যায়। এবং আস্ত আইএসও ফাইল হওয়ার কারনে ডাউনলোড স্পিড ওঠানামা করে না। সেজন্য অনেকেই আইডিএম দিয়েই ডাউনলোড করতে স্বাচ্ছন্দ বোধ করে। 

অসুবিধা: iso ফাইল সরাসরি অাইডিএম দিয়ে ডাউনলোড করলে উইন্ডোসের খুচরা আপডেট টি পাওয়া যায় না। যেমন উদাহরন সরুপ ধরা গেলো Windows H2O ভারশনটির অনেকগুলো আপডেট ভারশন এসেছে। সেই আপডেট ভারশনের একটি ভারশনের আবার অনেকগুলো ত্রুটি আপডেট এসেছে। ISO ফাইল ডাউলোড করলে আপডেট ভারশনটি ঠিকই পাবেন কিন্তু ত্রুটি সমাধান আপডেট সহ ISO টি ডাউনলোড হবে না। কারন মাইক্রোসফট ISO ফাইলে প্রতিনিয়ত আপডেট করে না। এছাড়া এটাতে অটোমেটেড পারফেক্ট আর্কিটেকচার সাপর্ট করে না। আইএসওতে একটি স্টান্ডার্ড আর্কিটেকচার দেয়া থাকে। যখন সেটাপ দেওয়া হয়, সেটাপের পর ্ন্টিারনেট সংযুক্ত হলে তখন কম্পিউটার তার নিজ প্রয়োজন অনুসারে তার নিজস্ব আর্কিটেকচারটি ডাউনলোড করে আপডেট নেয়। 

এখন ভেবে দেখুন আপনি কোনটার মাধ্যমে ডাউনলোড করবেন। এরপর আসি ডাউনলোড করার বিষয়ে। কিভাবে ডাউনলোড করবেন এবং কি দিয়ে ডাউনলোড করবেন এরজন্য আমি আপনাদেরকে একটি ভিডি টিউটোরিয়াল দেখাবো। আপনারা ভিডিও টি এখান থেকে দেখতে পারবেন। এবং এখানে আপমি আপনাদেরকে আরো সহজে বুজিয়ে দিয়েছি । তাই সবাইকে ভিডিও টি দেখার আমন্ত্রন রইলো, ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=NwH6hPvXhTY




Post a Comment

0 Comments