আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এন্ড্রয়েড ফোনের পেইড এপস ফ্রিতে ডাউনলোড করবেন। সেজন্য আমি ১০ টি ওয়েবসাইট সাজেষ্ট করবো। যদিও এগুলির বেশির ভাগই মোড এপস। কিন্তু কি আর করবেন বলেন এখন মোড এপস ব্যাবহার করা ছাড়া আর কোনই উপায় নেই। মোড এপসও সেম ফিচার পাবেন যেটা টাকা দিয়ে কিনলে পেতেন।
অনেকে মেন করেন মোড এপস ব্যাবহার করলে কম ফিচার পায়অ যায় আসলে বিষয়টা তা না। বরং মোড এপস এ কিছু সবিধা রয়েছে যেমন ধরুন ফ্রি এপস এ যে সকল ফিচার থাকে সেগুলেঅ ব্যাবহার করতে গেলে বিভিন্ন বিঞ্জাপন আসে যেটা অনেক বিরক্তিকর। এগুলি মোড এপস এ পাবেন না। মোড এপস মূলত এপলিকেশন গুলোতে আরো কাষ্টমাইজ করে অযাচিত সেকশন গুলো বাদ দিয়ে দেওয়া হয়। ফলে বিঞ্জাপন সহ কেনাকাটার বিষয়টা আর সামনে আসে না। এতে করে এপসটা পেইড ফিচার এর মতই হয়।
সুবিধা: এসকল এপস এ কেনাকাটার ঝামেলা। সকল ধরনের ফিচার পায়া যায়। যত দামি এপসই হোক না কেন তা ফ্রিতে টাকা পয়সা ছাড়াই ব্যাবহার করা যায়।
অসুবিধা: মোড এপস এর প্রধান অসুবিধা হলো মোড এপস গুলো যেহেতু কাষ্টমাইজ থাকে সেহেতু এপসগুলির আপডেট পাওয়া যায় না। এত করে এপস এ নতুনত্ব পাওয়া যায় না যেটা একটা অসুবিধা। আরেকটা মরাত্বক সমস্য্যা রয়েছে। সেটা হলো মোড এপস গুলিতে মাঝে মধ্যে ভাইরাস মেলওয়ার থাকে যা আপনার ফোনের ডাটা মেসেজ এবং ছবি চুরি করতে পারে। যা আপনার ব্যাক্তিগত জীবনকে দুর্বিসহ করে তুলতে পারে। কারন আমরা কেউ ই জানি না যে এপস এর ব্যাক এন্ডে কি রয়েছে। ফোনে এপস ইন্সটল থাকলে সেটা কি করে বা না করে সে সম্পর্কে আমাদের ধারনাও নেই। সেজন্য আমাদের উচিত পেইড এপস ফ্রি তে ডাউনলোড করার জন্য ভালো ওয়েবসাইট নির্বাচন করে নেয়া।
বেশ কিছু ওয়েবসাইট আছে যারা পেইড এপস ফ্রিতে দেয়ার নামে এর মধ্যে ভাইরাস যুক্ত করে দেয়। অনেকেই এ সম্পর্কে জানে না। ফলে আমতরা ইন্সটল করলে তারা আমাদের সকল তথ্য পেয়ে যায়। এতে করে ব্যাংকের ক্রেডিট কার্ড টাকা পয়সা হাতিয়ে নেয়ার সুযোগ থাকে। তাই আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত।
আমি আজকে আপনাদের যেসকল ওয়েবসাইটকে রেফার করবো সেগুলো মুটামুটি নিরাপদ এবং বেশ জনপ্রিয়। ইন্টারনেটে এসকল সাইট বিভিন্ন ইন্টারনেট সিকিউরিটি কম্পানিও নিরাপদ হিসেবে বিবেচনা করেছে । অর্থাত আমরা মুটামুটি নিরাপদ ভাবেই সেখান থেকে এপস ডাউনলোড করতে পারবো। এ বিষয়ে কারো যদি কোনো প্রম্ন থাকে তাহলে সরাসরি আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। আশাকরি আমি আপনাদের প্রশ্নর উত্তর দেয়ার চেষ্টা করবো।
আজকের বিষয় নিয়ে এবং ওয়েবসাইট রিভিউ নিয়ে আমি আপনাদের জন্য একটি ভিডি বানিয়েছি। আশাকরি আপনারা ভিডিও টি দেখবেন।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=xZuEnoRXDBs
0 Comments