বর্তমান যুগে ইন্টারনেট ব্যাবহার কারির সংখ্যা অনেক। এখন অনেক মানুষ মোবাইল ডাটা থেকে Wifi তে কনভার্ট হয়েছে। এর কারন মোবাইল ডাটাতে অতিরিক্ত পরিমান টাকা খরচ হয়। কিন্তু সেই তুলনায় Wifi তে ডাটা ব্যাবহারের কোনো লিমিটি নেই। ইচ্ছা মত ডাটা ব্যাবহার করা যায়। এজন্য মানুষ মোবাইল ফোন অপারেটর এর কাছ থেকে ডাটা কেনা রিতিমত ছেড়ে দিসে। এখন গ্রাম এবং শহরে উভয় যায়গাতে ব্রডব্যান্ড কম্পানির আনাগোনা বেড়েছে। ওয়াইফাই এর যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে । যেমন কারেন্ট গেলে ওয়াইফাই অফ হয়ে যায়। তখন নেই ব্যাবহার করা সম্ভব হয় না। মোবাইল ডাটা ত সবসময় ব্যাবহার করা যায় কারন সেলুলার নেটওয়ার্ক গুলোতে সবসময় ব্যাটারি ব্যাকাপ থাকে। তাই তাদের ইন্টারনেট সার্ভিস সবসময়ই চালু থাকে। কিন্তু যখন বাসায় পারসোনাল ওয়াইফাই নিবেন তখন কি করবেন?
জ্বি আজকে তারই একটা সমাধান নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। আজকে আপনাদেরকে WIFI Router Mini DC UPS নিয়ে বিস্তারিত বলবো। এর সুবিধা কি কি সেটা বলবো। অসুবিধা তেমন একটা নেই। যারা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যাবহার করেন তারা সবাই একসাথে রাউটার নিয়ে ১০-২০জন ডাটা ব্যাবহার করেন। কিন্তু সমস্যা হচ্ছে যখন কারেন্ট যায়। বিদ্যুত গেলে বাংলাদেশের যে অবস্থা তাতে ৩০ মিনিট থেকে ১ঘন্টার আগে কারেন্ট আসার নাম থাকে না। সেই পরিস্থিতি টা খুবই বিরক্তিকর। এবং এতকরে চলমান যেসকল আপলোড ডাউনলোড থাকে সব গুলো নষ্ট হয়ে যায়। বিশেষ করে যারা আপলোড এর কাজ করেন তারা বেশি সমস্যায় পড়েন। ৭০-৮০ জিবি আপলোড করতে বহু সময় লাগে। কিন্তু যখন কারেন্ট যায় তখন সম্পূর্ন পরিশ্রমই ব্যার্থ হয়ে যায়।
বর্তমানে যারা অপটিক্যাল ফাইবার দিয়ে ইন্টারনেট সার্ভিস দেয় তাদের ইন্টারনেট থাকলেও আপনার নিজের বিদ্যুত না থাকার কারনে আপনি ইন্টারনেট চালাতে পারেন না। এর কারন হচ্ছে প্রভাইডার রা অপটিকাল ফাইবার অর্থাত আলোক রশ্নির মাধ্যমে আপনাকে ইন্টারনেট দিয়ে থাকে। যাকে লেজার বলা হয়। ফলে তাদের সবসময় ইন্টারনেট/আলো থাকে। কিন্তু আপনাকে যদি ইন্টারনেট চালাতে হয় তাহলে অবশ্যই আপনার এখানেও কারেন্ট থাকতে হবে।
এখন বাংলাদেশে যেহেতু বড়লোকের সংখ্যা বেড়ে গেছে অধিকাশংই তাদের বাসায় বড় ইউপিএস ব্যাবহার করে যার দাম ১-৩ লাখ টাকা। কিন্তু সমস্যা হচ্ছে সবাই ত আর বড়লোক না। আর সবার অত টাকাও নেই। তাছাড়া বড় ইউপিএস এর ব্যাটারি অনেক ভারি এবং ব্যাংবহুল। এবং তা ঘরে সেটাপ করতে টেকনিশিয়ান ডাকা লাগে। যা আপনার আমার মত সাধারন মানুষের পক্ষে সম্ভব নয়। এখন ছোট্ট রাউটার চালানোর জন্য এত বড় UPS কেনা টা সেই মশা মারার জন্য কামান দাগার মত ব্যাপার হয়ে গেলো।
সেজন্য আপনাদের ছোট জিনিসের জন্য ছোট সমাধান নিয়ে এসেছি। আজকে যেই IFI Router Mini DC UPS নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে WGP mini ups. অনেকেই এটাতে ইতমধ্যে চেনেন। ইন্টারনেটে আপনারা WGP Mini UPS-Mini DC UPS for Router and Onu Backup এটা লিখে সার্চ দিলেও পাবেন।
আসুন জানি এটার সুবিধা কি কি:
১: এটা আপনার রাউটারকে ৭-৮ ঘন্টা পর্যন্ত ব্যাকাপ দিবে।
২: একই সাথে অপটিক্যাল ফাইবারে ONU/MC কেও ৭-৮ঘন্টা ব্যাকাপ দিবে।
৩: রাউটারকে এবং অনুকে বর্জ্রপাত থেকে রক্ষা করবে।
৪: একই সাথে এটা সিসি ক্যামেরাকে সচল রাখতে ব্যাবহার করতে পারবেন।
৫: এটার সাথে ৬ মাসের ওয়ারেন্টি রয়েছে।
এবার এটার স্পেসিফিকেশন জেনে নেয়া যাক:
Model: WGP Mini UPS
Type: Multi-output mini ups
Battery Life : 500 times/cycle
Input: 12V 2A
Output: 5V 1A, 9V 1A, 12V 1A Or 5V 1A, 12V 1A, 12V 1A
Working temperature: 20°C~65°C
Weight: ≤248g
UPS IN jack : 5.5*2.1mm, OUT:5V USB
DC cable: 5.5*2.5mm
Certification : RoHS,CE,PSE,FCC
সাথে যে সকল জিনিস পাওয়া যাবে: User Maunal 1 pcs, DC to DC cable 2 Pcs, USB to Micro cable 1 pcs
ত আমি আজকে আপনাদের এর সকল সুবিধা বলে দিলাম। যারা প্রডাক্ট টি দেখতে চান তারা সরাসরি আমার ভিডিও টি দেখতে পারেন। ভিডিও টিতে আমি আপনাদেরকে সু স্পষ্ট ভাবে প্রডাক্ট টি রিভিউ করেছি। এবং প্রডাক্ট টি কিভাবে ব্যাবহার করবেন সেটা সম্পর্কেও বুঝিয়েছি। তাই কেনার আগে অবশ্যই ভিডিও টি দেখে নিবেন।
আনবক্সিং এবং রিভিউ ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=LbpczE9v-J0
0 Comments