যারা বর্তমানে জানেন না তারাও আজ বিষটি নিয়ে জানতে পারবেন। কি কি সুবিধা রয়েছে। বর্তমান রেলওয়ে টিকেটিং সিস্টেম টি সম্পূর্ন অনলাইন এ হওয়াতে আমরা সাধারন জনগন অনেক সুবিধা পেয়েছি।
ঘরে বসে দেখতে পারবেন স্টেশনে কতটি টিকেট আছে, টিকেটের মূল্য কত, কোন দিন ট্রেন বন্ধ, ট্রেন কোন স্টেশনে কখন ছাড়ে, কখন পৌছায়। এছাড়া সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনি ইচ্ছা মত সিট পছন্দ করতে পারবেন। অনেকে থাকেন স্বামী স্ত্রী একসাথে বসে নযেতে চান। কিন্তু ট্রেন দেখা যায় নানান সমস্যা সৃষ্টি হয়। সিট কেটে গিয়ে ২ ভাগে বিভক্ত হয়েযায়। অনেকটা নদীর এপারে স্বামী আর ওপারে স্ত্রী। কিন্তু অনলাইনে আগে থেকে টিকেট কাটলে স্বামী স্ত্রী বিভক্ত হওয়ার সম্ভাবনা নাই। একসাথেই থাকতে পাবেন। তবে এক্ষত্রে টিকেট অবশ্যই আগে থেকে কেটে রাখবেন, মিনিমাম ৫ দিন আগে কেটে রাখা উচিত। কারন ট্রেন ছাড়া ১-২ দিন আগে হলে সিট চয়েজিং সুবিধাটি পাওয়া যায় না। তখন অটো চয়েজিং এর ম্যাধমে টিকেট কাটতে হবে। তাতে স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকা ভেঙ্গে ২ভাগ হয়ে যেতে পারে। তখন বিপদ।
এতে আপনাদের স্টেশনে যেতে হবে না। আপনারা অনলাইনে টিকেট কাটলে সেখান থেকেই একটি পিডিএফ এর কপি পাবেন। সেটা যে কোনো কম্পিউটারের দোকানে গেলে তারা প্রিন্ট করে দিবে। সেটা দিয়েই আপনি ট্রেনে উঠতে পারবেন। মানে ভ্রমন করতে পারবেন।
তবে এখানে একটি গুরুত্বপূর্ন বিষয় ভুল করেন। সেটা হলো, অনেকে অনলাইন তেকে টিকেট কাটার পর যেই পিডিএফ টি পান সেটা প্রিন্ট না করেই ট্রেনে উঠে যান। মনে রাখবেন কখনই সফট কপি দেখিয়ে ট্রেন ভ্রমন করার নিয়ম নেই। অবশ্যই আপনাকে পিডিএফটির প্রিন্ট কপি নিয়ে ভ্রমন করতে হবে। মানে যে কোন কম্পিউটারের দোকানে আপনি প্রিন্ট করিয়ে নিবেন। কারন ট্রেনের টিকেট মাষ্টার আপনার কাছে হার্ড কপি অর্থাত প্রিন্টেড কপি টি দেখতে চাইবে। অতএব তাকে সেটা দেখাতে হবে। দয়া করে কেউ সফট কপি নিয়ে ট্রেনের টিকেট মাষ্টারের সাথে ঝামেলা করবেন না। এটা করা অন্যায় হবে।
আরেকটা বিষয়, যারা কাউন্টারে টিকেট কাটেন তারা যে পরিমান ভাড়া দেন , অনলাইনে টিকেট কাটলে তার থেকে আপনাকে অতিরিক্ত ২০ টাকা বেশি দেয়া লাগবে। অতএব আপনারা বিষয়টি মাথায় রাকবেন। যদি বিকাশ থেকে কেনেন, বিকাশে টাকা লোড দেয়ার সময় টিকেট ফেয়ারের থেকে ২০ টাকা অতিরিক্ত লোড করবেন। নাহলে পেমেন্টের সময় গিয়ে আপনার ২০ টাকা কম পড়বে। তখন টিকেক কাটতে পারবেন না।
তাছাড়া বাংলাদেশ রেলওয়ের বেশকিছু নিয়ম রয়েছে। যেমন ২৪ ঘন্টাই টিকেট কাটতে পারবেন না। টিকেট কাটার জন্য সময় আছে সেটা মেনটেন করে চলবেন। আর ট্রেনে যারা চলাচল করবেন সবাই সচেতন থাকবেন পকেটমার , চোর ছ্যাচ্চর থেকে। এগুলো আশেপাশেই ঘোরা ফেরা করে।
যাই হোক এখন যারা আপনারা অনলাইনে টিকেট কাটতে পারেন না তাদের জন্য আমি একটি অনলাইন এ টিকেট কাটার নিয়মের ভিডিও বানিয়েছি। এতে অনলাইনে টিকেট কাটার নিয়ম টি আমি দেখিয়েছি। আপনারা সকলেই ভিডিও টি দেখবেন। এবকং ভালো লাগলে চ্যানেল টি সাবক্স্রাইব করবেন।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=YEfJteTVVJ8
0 Comments