ভিউয়ার্স আজকে আসলাম সুপার ডুপার ট্রিক্স নিয়ে। না দেখলে পুরাই মিস করবেন। তাহলে চলুন শুরু করি। আজকে আমি আপনাদের একটা এপস এর সাথে পরিচিত করিয়ে দিবো যার মাধ্যমে আপনি ফ্রিতে কল দিতে পারবেন প্রতিদিন ৩ মিনিট এবং ইচ্ছা করলে নাম্বার লুকিয়ে নাম্বার হাইড করে কল দিতে পারবেন।
কেউ জানতেও পারবে না আপনি কোথা থেকে বা কোন নাম্বার দিয়ে কল দিয়েছে। মূলত এটি ক্রেডিট সিস্টেম , প্রতিদিন ৯ ক্রেডিট করে ফ্রি পাবেন । বাংলাদেশি নাম্বারে ২.৫০ ক্রেডিট করে কাটে। অর্থাত ২ মিনিট ৫ ক্রেডিট। আপনি ইচ্ছা করলে এভাবে প্রতিদিন ক্রেডিট জমাতে পারবেন।
পরে একদিন একসাথেও কথা বলতে পারবেন , এটি দিয়ে বিশ্বের সব দেশেই কথা বলা যায়। ত এখন দেখাবে কিভাবে ফ্রিতে ক্রেডিট নিবেন এবং নাম্বার হাই্ড করবেন। তবে তার আগে বলে রাখি এটা কেউ অপরাধ মূলক কাজে ব্যাবহার করবেন না। যদি কেউ এটাকে অপরাধ মূলক কাজে ব্যাবহার করেন তাহলে তার দায়ভার আমি নিতে নিতে পারবো না। এটি শুধুমাত্র শিক্ষনীয় কাজের জন্য ব্যাবহার করতে পারবেন।
পরে একদিন একসাথেও কথা বলতে পারবেন , এটি দিয়ে বিশ্বের সব দেশেই কথা বলা যায়। ত এখন দেখাবে কিভাবে ফ্রিতে ক্রেডিট নিবেন এবং নাম্বার হাই্ড করবেন। তবে তার আগে বলে রাখি এটা কেউ অপরাধ মূলক কাজে ব্যাবহার করবেন না। যদি কেউ এটাকে অপরাধ মূলক কাজে ব্যাবহার করেন তাহলে তার দায়ভার আমি নিতে নিতে পারবো না। এটি শুধুমাত্র শিক্ষনীয় কাজের জন্য ব্যাবহার করতে পারবেন।
এরজন্য আপনার একটা এন্ড্রয়েড ফোন থাকা লাগবে, এবং ফোন নাম্বার থাকা লাগবে। কারন ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে। অনেকে ফোন ভেরিফাইতে ভুলভাল নাম্বার দিয়ে একাউন্ট খুলতে চান। তাদের আগেই বলে দিচ্ছি তারা এটা করতে পারবেন না। এছাড়া অনেকে একাধিক একাউন্ট খুলে বোনাস টকটাইম পেতে চায় । তাদের একাউন্ট ডিজেবল হওয়ার স্ভাবনা রয়েছে। কারন একজন ব্যাক্তি একটি এন্ড্রেয়ড ফোন থেকে একটি একাউন্ট কেবল খুলতে পারবেন। অতিরিক্ত একা্নু্ট ওপেন করলে তা ডিজেবল হবে স্বাভাবিক।
অনেকে প্রেমিকাকে প্রপোজের ক্ষেত্রে নিজের নাম্বার থেকে এসএমএস পাঠাতে চান না কল দিতে চান না। তাদের ক্ষেত্রে এটাই হবে বেষ্ট অপশন। আগে জানিয়ে ত দেখুন। যারা অলরেডি বিষয়টি নিয়ে জানেন তারা ত জানেনই। যারা এপসটি সম্পর্কে জানেন না তারা এখন জানতে পারবেন। এছাড়া বর্তমানে কোন ট্রিক্সটি ব্যবহার করা হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন।
এতে নাম্বার হাইড করতে পারবেন , ফ্রি ক্রেডিট নিতে পারবেন, ফ্রি এসএমএস পাঠাতে পারবেন, ফ্রি কল করতে পারবেন, আরো বেশ কিছু সুবিধা বর্তমানে এড হয়েছে । সেগুলো আপনারা ভিডিও টি দেখলে জানতে পারবেন। অনেকে লিখে দিলে বুঝতে পারেন না এরকম সমস্যা হয়ে থাকে তাদের জন্য আমি আজকে সরাসরি আপনাদের জন্য ভিডিও বানাবো ভেবেছিলাম। ঠিক তাই আমি আপনাদের জন্য ফ্রি কলের এরকটি এপস এর ভিডিও বানিয়েছি। আপনারা সকলেই ভিডিও টি দেখবেন এবং চ্যানেল টি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। করন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানানো।
এছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে তা ইমন ইনফরমেশন ফেসবুক পেজে জানাতে পারেন। ফেসবুক গিয়ে IMON Information সার্চ দিলেই আপনি আমার পেজটি সহজেই পেতে পারেন। সেখানে মেসেজ করে রাখলে ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আমি আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো।
0 Comments