সকলের প্রতি শীতের সুভেচ্ছা জানিয়ে আজকের লেখা শুরু করছি। ফেসবুকে নাম চেঞ্জা করা অনেকে কঠিন মনে করেন। তাদের জন্য আজকের পোষ্ট টি সব থেকে গুরুত্বপূর্ন পোষ্ট। আমরা সবাই জানি ফেসবুকে ৩ বার সাধারন ভাবে নাম চেঞ্জ করা যায়। কিন্তু অনেকে ভুল বসত ৪-৫ বারও নাম চেঞ্জ করতে যাই তখনই বাধে বিপত্তি। এর বিশেষ কারন হচ্ছে , আমরা সবাই জানি আমাদের নিজস্ব নাম আছে অতএব বারবার নাম চেঞ্জের কোন কারই নাই। অতএব ফেসবুক ভালোভাবেই জানে যে নাম চেঞ্জ করা কোনো না কোনো কারন রয়েছে। ইচ্ছাকৃত ভাবে কোন মানুষ এতবার নাম চেঞ্জ করে না। সেজন্য ফেসবুক অনেক সময় স্পাম আইডি ভেবে তা ডিজেবল করে দেয়। যার কারনে আর পূরন সেই আইডি আর ফেরত পাই না।
তাছাড়া মোট ৩ বারের মধ্যে অনেকসময়ই দেখা যায় যে ১বার চেঞ্জ করলে তার আবার পরিবর্তন করতে ৬০ দিন অপেক্ষা করতে হয় যেটা একটা খুব ইমপর্টেন্ট সমস্যা। ধরুন আপনি নাম চেঞ্জ করছেন। কিন্তু হয়ত নাম চেঞ্জের সময় আপনার নামের বানান টা ভুল হয়েছে। যার কারনে আপনি সাথে সাথে আবার নাম চেঞ্জ করতে চাইছেন। কিন্তু ফেসবুকের নিয়মের আপনি নাম সাথে সাথে চেঞ্জ করতে পারবেন না। আপনাকে ৬০ দিন অপেক্ষা করতে হবে। যেটা অনেকের কাছেই বিরক্তিকর মনে হবে। তেমনি আমার কাছেও এটা বিরক্তিকর মনেহয়।
সেই সমস্যার সমাধানের জন্যই আমি কিভাবে ফেসবুকে ৬০ দিনের আগে নাম চেঞ্জ করা যায় সেই বিষয় নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি আমি আশাকরবো সেটা আপনাদের ভালো লাগবে। তবে এ বিষয়ে একটা কথা আপনাদের মাথায় রাখা লাগবে। সেটা হলো আপনাদের অবশ্যই প্রফাইলের পিকচার টা নিজের হতে হবে। যদি অন্যকারোর পিকচার দিয়ে থাকেন তাহলে সেটার নাম পরিবর্তণ হবে। নাম পরিবর্তন এর জন্য ন্যাশনাল আইডি কার্ড এর প্রয়োজন হয় না। তবে যদি আপনি আপনার আইডি টি আপনার ন্যাশনাল আইডি দ্বারা ভেরিফাই করতে চান তাহলে আপনাকে আপনার আইডি কার্ডের তথ্য দিয়ে ভেরিফাই করতে হবে। তাহলে আপনার আইডি টি ডিজেবল হওয়ার সম্ভবনা থাকবে না। এবং ভবিষ্যতে যদি ফেসবুক মনে করে তাহলে আপনার আইডিতে ভেরিফাইড ব্যাচ লাগাতে পারে। এতে করে আপনার আইডি চির জীবন অক্ষত থাকবে।
আপনারা যারা ফেসবুক সম্পর্কিত বিভিন্ন টিপস চান তারা আমাকে আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন। তাহলে অনেক বিষয় নিয়ে ভিডিও টিউটোরিয়াল করার জন্য আমাকে জানালে আমি তা নিয়ে আপনাদেরকে ভিডিও উপহার দেয়ার চেষ্টা করবো। তাছাড়া যেকোনো মতামত জানাতে চাই সেটা আমার ফেসবুক পেজে ইনবক্স করুন।
আর আমি সবসময় সাপোর্ট করি ফেসবুক প্রফাইলের নাম ১বারই ফিক্সড করে নেওয়া উচিত। বারবার নাম চেঞ্জ করা অনেকটা ঝামেলা। এবং এতে আইডি হারানোর সম্ভাবনা থেকে যায় তাই অবশ্যই রিষ্ক না নেওয়াই ভালো। নিজস্ব পার্সোনাল আইডিতে অযাচিত মানুষদের না রাখাই ভালো। কারন ফেসবুক মানুষের উপকার করার পাশাপাশি অনেক অপকারও করছে। তাই। এ বিষয়ে আরো সতর্ক হওয়া উচিত। সর্বপরি ফেসবুক কে সবাই ভালো কাজে লাগান খারাপ কাজে লাগাবেন না। সবার সচেতনতা আরো ভালো সাইবার জগত গড়ে তুলতে পারে।
আপনাদের জন্য ভিডিও লিংক টি নিচে দিয়ে দিলাম: https://www.youtube.com/watch?v=yXk5YQ0hNzM
0 Comments