ল্যাপটপের অরিজিনাল ড্রাইভার সফটওয়ার ডাউনলোড ট্রিক্স শিখে নিন

 

ল্যাপটপ চলান কিন্তু এই সমস্যা পড়েন নি এরকম লোক খুব কমই আছে । কারন এটা খুব কম একটা সমস্যা। বিশেষ করে যারা নতুন উইন্ডোস সেটাপ দিয়ে থাকেন। তাদের জন্য। কারন উইন্ডোস সেটাপের পর আমাদের প্রত্যেকেরই ড্রাইভার সেটাপ করার প্রয়োজন পড়ে। হোক সেটা ডেক্সটপ অথবা ল্যাপটপ। ডেক্সটপ কম্পিউটারের জন্য ত সরাসরি বিশেষ মডেল অনুষারে সফটওয়ার পাওয়া যায় না। কিন্তু ল্যাপটপ মডেল অনুষারে ত সরাসরি মডেল পাওয়া যায়। এর বিশেষ কারন হলো। প্রতিটি ল্যাপটপ কম্পানি তাদের কম্পানির ওয়েবসাইটে প্রতিটি ল্যাপটপের মডেল অনুষারে ডাটোবেজে যুক্ত করে রাখে। এবং ল্যাপটপ টি কবে কেনা কবে বিক্রি করা এবং কবে ডিষ্ট্রিবিউ করা সে সম্পর্কেও ডটাবেজে থেকে যায়। ওই ল্যাপটপের ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় বা ল্যাপটিপর যদি কনো সিকিউরিটি বায়োস আপডেট আসে সেটা কম্পানি আপলোড করে দেয়। ফলে আপনার নির্দিষ্ট মডেলের নির্দিষ্ট  ড্রাইভার টা কম্পানির ডাটাবেজে সব সময় ই থাকে। 

কিন্তু সাধারন মানুষ এসকল বিষয় সম্পর্কে না জানার কারনে তারা অনলাইন থেকে গুগল সার্চ মেরে যে কোনো সফটওয়ার পেলেই তা ডাউনলোড করে ফেলেন। যার ফলে পারফেক্ট সফটওয়ার ইন্সটল না হওয়ার কারনে বিভিন্ন সফটয়অর ইরর আসতে শুরু করে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ল্যাপটপ অনেক স্লো কাজ করে। আসলে একবার ভেবে দেখুন একজনের জামা কি অন্য জনের বডিতে ফিটিং হয় কখনো? জ্বি তেমনি ল্যাপটেপর ক্ষেত্রেও বিষয়টি সেম। অনেকে ড্রাইভার প্যাক সলিউশন ব্যাবহার করেন। কিন্তু আমি সবাইকে বলবো , ড্রাইভার প্যাক সলিউশন হচ্ছে একেবারেই শেষ চিকিৎসা । কিন্তু এটা পারমানেন্ট কোনো সলিউশন না। 

আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের নির্দিষ্ট মডেলের ল্যাপটপ এর জন্য অরিজিনাল কম্পানির ড্রাইভার কোথা থেকে ডাউনলোড করবেন। এতে করে আপনারা ভাইরাস জনিত সফটওয়ার থেকে বেচে যাবেন। কারন অনেকেই আছে যারা অনলাইনে ভাইরাস জনিত ড্রাইভার সফটয়ার ডাউনলোড করে নিজের কম্পিউটারকে হুমকির মুখে ফেলেন। তাদের আরো সতর্ক হওয়া উচিত। 

আজকের ভিডিও টি আপনারা আরো গুরুত্ব সহকারে দেখবেন। এটিতে আমি জনপ্রিয় ৩ টি ল্যাপটপের ড্রাইভার ডাউনলোড করা দেখিয়েছি। অতএব ভিডিও টি মিস করবেন না। আশাকরি আপনারা সকলেই চ্যানেল টি সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিও টি দেখবেন। নিচে ভিডিও লিংক টি দিয়ে দিচ্ছি

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=6pccFTH5Rbw



Post a Comment

0 Comments