অনেকেরই উইন্ডোস আপডেটের পর একটা গুরুত্বর সমস্যা ফেস করতে হয় সেটা হলো উইন্ডোস আপডেট এর পর কম্পিউটার স্লো সমস্যা। এই সমস্যায় আমরা অনেকেই ভুগে থাকি। এর একটি কারন হলো যখন আমাদের উইন্ডোস আপডেট হয় এবং উইন্ডোস ইন্সটল এর পর নতুন উইন্ডোস চলা শুরু হয় তখন অতীতে আপডেটের আগে যেই উইন্ডোস টি ছিলো সেটার একটা ব্যাপাক থাকে। যেটা হার্ড ডিষ্কের ভেতরে সি ড্রাইভে Windows.old নামের ফোল্ডোরর ভেতরে থাকে। অনেক ক্ষেত্রে Windows $BT নামেও সেভ হয়ে থাকে। যেগুলো আসলে পুরোনো ভারশন এর ফাইল।
এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে কেন এগুলো এরকম হয়। আসলে মাইক্রোসফট যখন তাদের উইন্ডোস আপডেট দিয়ে থাকে। তখন সেই উইন্ডোস সকল কম্পিউটারে সফল ভাবে তা সু্ইটেবল কিনা তা পরিক্ষা করে। কোনো কারন উইন্ডোস দেওয়ার পর যদি তা ফেইল / এরর করে তাহলে মাইক্রোসফট এর ওএস অতীতের ভারশনে অটো ফিরে আসবে। সেজন্য অতিতের উইন্ডোসও মাইক্রোসফট সি ড্রাইভের ভেতরে Windows.old নামের ফোল্ডোর সেভ করে রাখে। যেন আপডেটের কারনে কোনো উইন্ডোস নষ্ট না হয়ে যায়।
যারা উইন্ডোস দিয়ে থাকেন তারা ত সবাই জানেন যে উইন্ডোস ফাইল অনেকটা বড় সাইজের হয় । যেমন অ্নুমানিক ৪-৫ জিবি ফাইল যেটা আসলে বেশ ভারি। আমরা ISO অবস্থায় ভিতরে ছোট খুদ্র খুদ্র ফাইল দেখতে পারি না। কারন তা হাইড অবস্থায় থাকে। এছাড়াও এত ছোট ছোট ফাইল এর সমন্বয়ে উইন্ডোস গঠিত যে কয়েক হাজার নোডের সমন্বয়ে সেটাপ হয়ে থাকে। সেজন্য কম্পিউটারকে এতগুলি নোড/ফাইল কে নিজস্ব কবজায় রাখতেও বেগ পেতে হয়। বিশেষ করে যারা HDD হার্ড ডিষ্ক ব্যাবহার করেন তাদের জন্য ইউন্ডোস আপডেট করার পর Windows.old ফাইল ডিলেট করা ফরজ হয়ে যায়। কারন HDD Hard Disk এ এত ফাইল থাকলে কম্পিউটার বুট মানে খোলার সময় অনেক টাইম লাগে। যারা কম্পিউটার ব্যাবহাকারীকে আরো বিরক্তকর পরিস্তিতে ফেলে দেয়। যদিও যারা SSD হার্ড ড্রাইভ ব্যাবহার করেন তাদের ক্ষেত্রে এ সমস্যা পোহাতে হয় না।
ত আমি আজ আপনাদের দেখাবে কিভাবে আপনারা Windows.old ফাইলকে ডিলেট করবেন। এতে করে আপনাদের কম্পিউটার আগের মত ফাষ্ট হয়ে যাবে। যদি HDD ব্যাবহার করেন। তাহলে অবশ্যই আপনার Windows.old ফাইল টি ডিলেট করে দেওয়া উচিত। কারন এতে করে আপনার হার্ড ডিষ্কের ৫জিবি জায়গা এবং হার্ড ডিষ্ক থেকে অতিরিক্ত ফাইলের চাপ টি নেমে যাবে। কারন হার্ড ডিষ্ক যত লোড হবে , তার স্পিও তত কমে যাবে। এটাই নিয়ম।
ত যাই হোক এক্ষন এটা বিস্তারিত বল্লাম। এখন ভিডিওতে দেখাবো কিভাবে আপনার এই ফাইলকে রিমুভ করবেন। মানে ডিলিট করবেন। যারা নতুন তারা ভিডিও টি অবশ্যই দেখবেন। এবং সম্পূর্ন ভিডিও টি দেখবেন। সেখানে আমি কি কি কথা বলেছি সেটাও ফলো করবেন। ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেল টি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আপনাদের কাংখিত ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=t3q8AgX11bc
0 Comments